মরার উপর খাঁড়ার ঘা - গৌতম নায়েক

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ১২, ২০২২ | দেখা হয়েছে: ৭৩৩ বার
মরার উপর খাঁড়ার ঘা - গৌতম নায়েক

কঠক করে কাঁপছে দেখ
মহানগরীর ফুটপাত,
আটকানো কি যায় এই শীত
বুকেতে জড়ায়ে দুই হাত?

উদোম গায়ে কেহ জীর্ণ শীর্ণ
হাঁটু মুড়ে বাঁকা পিঠ,
ক্ষুধায় কারো বা কাতর আর্তি
গালে দাগ কালশিট।

ছিন্ন পোশাক টেনে টেনে কেহ
করে নিবারণ লজ্জা,
নিরাবরণ আকাশের তলে
কংক্রিটে কারো শয্যা।

কাল কেউটে মেঘেরা যবে
করে আনাগোনা সকালে,
রোদেলা ঝিলিক খুঁজে ফেরে তারা
কি আছে পোড়া ভালে!

আমরা যখন ছাতের তলে
গরম খুশিতে মশগুল,
মরার উপর খাঁড়ার ঘা তাদের
বৃষ্টি ফোটায় হুল।

কাকের মতো জল ঝেড়ে ফের
শুরু বাঁচার লড়াই,
মরে মরে বেঁচে থেকেও বাঁচে
বাঁচার আকাঙ্খায়।

গৌতম নায়েক
বীরভূম, পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন