আমাদের কথা
জীবন মহাশিল্পী। সে যুগে যুগে দেশে দেশান্তরে মানুষকে নানা বৈচিত্র্যে মূর্তিমান করে তুলছে। লক্ষ লক্ষ মানুষের চেহারা আজ বিস্মৃতির অন্ধকারে অদৃশ্য, তবুও বহুশত আছে যা প্রত্যক্ষ, ইতিহাসে যা উজ্জ্বল। জীবনের এই সৃষ্টিকার্য যদি সাহিত্যে যথোচিত নৈপুণ্যের সঙ্গে আশ্রয় লাভ করতে পারে তবেই তা অক্ষয় হয়ে থাকে।
আশ্রম অটোয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা সাহিত্য ম্যাগাজিন। অটোয়ার সাহিত্যপ্রেমীদের জন্য একটি ম্যাগাজিনের চাহিদা মেটাতে এর সূচনা হয় ২০০৯ সালে। তখন থেকে আশ্রম সৃজনশীল চর্চার মাধ্যমে বাঙালি কানাডিয়ানদের তাদের আত্মপরিচয় সংহত করতে সহায়তা করে যাচ্ছে।
আশ্রম শুরু হয়েছিল একটি মুদ্রিত মাসিক ম্যাগাজিন হিসেবে। শুরুতে এর বিতরণ সীমিত ছিল অটোয়া ও মন্ট্রিয়েল শহরে। পাঠক এবং লেখকের সংখ্যা বাড়াতে এটি ২০১৭ থেকে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই অনলাইনে প্রকাশিত হচ্ছে। এই রূপান্তর বাঙালি এবং অন্যান্য কানাডিয়ান লেখক ও পাঠকদের মধ্যে ভাষার প্রতিবন্ধকতা হ্রাস করতে সাহায্য করেছে।
আশ্রম অভিজ্ঞ ও নবীন উভয় শ্রেণির লেখক-লেখিকাদের সমানভাবে স্বাগত জানায় এবং প্রথাগত বা নিরীক্ষাধর্মী সব ধরণের সৃজনশীল রচনার পৃষ্ঠপোষকতা করে । কানাডিয়ান ও বিশ্ব সাহিত্য বাংলাভাষী পাঠক-পাঠিকার কাছে পৌঁছে দিতে তা অনূদিত রচনাও প্রকাশ করতে আগ্রহী।
আশ্রমের ভার্চ্যুয়াল আবাস অটোয়ায় যা অনিশনাবে এ্যালগনকুইন আদিবাসীর অসমর্পিত ভূখণ্ড। কানাডার আদিবাসীদের ইতিহাস ও অধিকার সম্পর্কে বাঙালি পাঠক-পাঠিকাদের অধিকতর সচেতন করতে আশ্রম আদিবাসী সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কিত রচনা প্রকাশ করতে প্রতিশ্রুতবদ্ধ।
Contact
Kabir Chowdhury
Editor and Publisher
4304 Stella Crescent
Ottawa ON K1J 8T7 ,
Canada
📧 ashrambanglamagazine@gmail.com
📞 1(613) 282-3638