তুমিশূন্যতা - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস

প্রকাশিত হয়েছে : জুলাই ১, ২০২৩ | দেখা হয়েছে: ৫৩৯ বার
তুমিশূন্যতা  - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস

ময় গড়িয়ে যাচ্ছে— 
ঠিক তোমার সাথে আমার 
ফেরারী দূরত্বের মতন করে 
অথচ কেউ কারও কাছে ফিরছি না৷

কারও জন্য কোন অপেক্ষা নেই 
দিনশেষে নিজের কাছেই ফেরা 
তবুও গলাজুড়ে একটা আক্ষেপ 
এই হয়ত লেবুপাতার ঘ্রাণের মত 
তোমার মাতাল প্রেম ফিরে আসবে৷ 

নিঃস্ব মানুষও একবুক পাবার 
আশা নিয়ে বেঁচে থাকে পৃথিবীতে 
আমার ভেতর প্রচন্ড একটা ঘোর 
যার শক্তিতে আমি বেঁচে আছি 
তবে, কেন জানি এত কিছুর পরও 
ভীষণ রকমের তুমিশূন্যতাতে ভুগছি! 

সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন