প্রস্থান কিংবা হৃদয়ে ঠাঁই - কমল কুজুর
কবি শঙ্খ ঘোষকে উৎসর্গীকৃত
এভাবে চলে যেতে নেই।
এভাবে সরে যেতে নেই।
জোনাকির আলো সাথে নিয়ে আকাশের
নিঃসঙ্গতাকে পুঁজি করে পথ ছাড়তে নেই
শস্যভরা খেত নদীজল মাঠজুড়ে এঁকেবেঁকে চলা
আলপথ আলতো পায়ে মাড়িয়ে মাড়িয়ে হেঁটে গিয়ে
আবার ফিরে যেতে নেই।
এভাবে হারিয়ে যেতে নেই।
অমাবস্যার আঁধারকে পিছনে ফেলে
আলোর পথ দেখানো দিশারি
বন্ধুর পথে আজ চলেছ একা
অনিশ্চয়তার বালিয়াড়িতে কোন রাখালিয়া বাঁশি
তোমায় টেনে নিয়ে যায় সুদূরের আহ্বানে
কোন মায়ার টানে?
এভাবে অসময়ে মায়ার টানে সাড়া দিতে নেই।
এভাবে চলে যেতে নেই।
এভাবে সরে যেতে নেই।
কমল কুজুর। দিনাজপুর
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!