প্রভঞ্জন ঘোষের ছড়া

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ১২, ২০২৪ | দেখা হয়েছে: ৪১৮ বার
প্রভঞ্জন ঘোষের ছড়া

১) স্বপ্ন না তো?

ঢাকের মতো কুমড়ো
দেখি শিঙার মতো মুলো,
ওলকপি ফুটবলের মতো
এক-একটি দুই কিলো।
আস্ত মেঝের উপর শুয়ে
মস্ত কলার কাঁদি,
লম্বা যেন মাটির থেকে
রামুর মাথাবধি।
চুপড়িআলু ঝুপড়ি যেন
পৃষ্ঠে ডজন খাদ,
গাজরগুলো এক-এক কিলো
এক-একটি দেড় হাত।
স্বপ্ন চোখে দেখছি নাতো?
আনমনা? কি জানি-
আসলে,যেই মেলাতে-
সেটি কৃষিপ্রদর্শনী!

২) কবিতা

গাছের পাতায়
শিরায় শিরায়
উপশিরায় দেখি
ছন্দোবদ্ধময় কবিতার
নিগুঢ় আঁকিবুঁকি।

ঊর্দ্ধ আকাশকাব্য-
তারার য্যোতিচিহ্নের রেশ;
ক্যাসিওপিয়া কালপুরুষের
রম্য দাঁড়ি ড্যাশ্!

মাটির বক্ষে খড়কুটো কাঠ
পাতাপুতির ডাঁই-
লাখ কবিতার পান্ডুলিপির
জ্যাবড়ানো রূপ পাই।

সাগর দীঘি ডোবার জলে
তরঙ্গ-ঘাই-ঢেউ-
ছন্দ, ছড়া সদাই দেখি
বোনেন যেন কেউ।

প্রভঞ্জন ঘোষ
পশ্চিম মেদিনীপুর
পশ্চিমবঙ্গ, ভারত 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন