বিজয়ের রোল - নির্মল ভৌমিক

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১৬, ২০২১ | দেখা হয়েছে: ৭১২ বার
বিজয়ের রোল - নির্মল ভৌমিক

চারদিকে আজ উঠছে ভীষণ 
বিজয় বিজয় রোল, 
পতাকা হাতে হাসছে সবাই
দিচ্ছে মনে দোল।

হামাগুড়ি বুটের লাত্থি 
নেইতো এক চুল,
গুড়িয়ে দিয়ে পাকবাহিনীর বিকট হাসি
পেয়েছি স্বাধীন কোল।

চারদিকে তাই আজ আতশবাজি 
ফুটছে ধুম ধুম, 
মায়ের কোলে হাসছে শিশু 
নেইতো চোখে ঘুম।

ডাকছে পাখি ফুটছে ফুল 
দূর হয়েছে খুন,
বর্গীরা সব পালিয়ে গেছে
বীর বাঙালির গুণ।। 

১৬/১২/২০২১খ্রিঃ-
নির্মল ভৌমিক
নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন