ফিরে তাকাও - বিধান সাহা

প্রকাশিত হয়েছে : মে ৩, ২০২১ | দেখা হয়েছে: ৯২২ বার
ফিরে তাকাও  - বিধান সাহা

ফিরে তাকাও
অনেক কিছু দেখতে পাবে
খুঁজে পেতে পারো
তোমার হারানো স্বপ্ন

ফিরে তাকাও
হয়তো দেখতে পাবে
তোমার ফেলে আসা
শৈশবের দিনগুলো

ফিরে তাকাও
হয়তো বুঝে নিতে পারো
এত দিনের না বোঝা
অনেক দুর্বোধ্যতা

ফিরে তাকাও
হয়তো ডেকে নিতে পারো
কাছে চলে আসা
তোমার জীবনের সময় ....

বিধান সাহা
কলকাতা, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন