সততার বিলাসিতা - সুমন্ত দে

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ৫, ২০২১ | দেখা হয়েছে: ১০৪৭ বার
সততার বিলাসিতা - সুমন্ত দে

রের কোণে পড়ে রয়
গ্রহণ করতে প্রচুর ভয়
তাতে কিবা আসে যায়
দম্ভ ছাড়াও আহত হয়। 

সার্কুলেশন জারি করে
ঋষির মতো প্রজ্ঞা ভরে
সঠিক পথে অগ্রসরেও
পরিস্থিতির চাপে পড়ে। 

গাড়ির যেমন চাকা ঘোরে
মনের কোণে পচন ধরে
মাথা তখন বিক্রি করে
হাটের মাঝে জলের দরে। 

হঠাৎ করেই জেগে ওঠে
জাপটে ধরে খুব কষ্টে
আগলে রাখে হৃদয় মাঠে
ঘরের কোণের সততা। 

সুমন্ত দে
জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন