ডাহুকের দল স্বপ্ন বোনে - কমল কুজুর
সেদিনও এমনি বসন্ত ছিল প্রকৃতিতে
গাছের ডালে ডালে ফুটেছিল পলাশ
শিমুল দুলছিল হাওয়ায় হাওয়ায় রং ছড়িয়ে
পাখির কলকাকলিতে ভরা ছিল আকাশ
ক’জন মানুষ দেখেছিল স্বপ্ন
স্বাধীনতায় জীবন রাঙানোর সাধ ।
ফাগুনের রাঙা সূর্য দিয়েছে উঁকি আগেই
ভগ্নাডিহির পাঁচকাঠিয়া বট গাছের ফাঁসিকাঠ
স্বাক্ষী ছিল শুধু কানু হত্যার।
ফাঁসিতে ঝুলে আগুনে পুড়ে হয়েছে অঙ্গার
তবু স্বাধীনতার মায়ায় দিয়েছে ঘোষণা
আমি আসব আবার।
পরাধীনতায় কে বাঁচে গো
সিধু কানু চাঁদ ভৈরব জীবন দেয় অবলীলায়
স্বাধীনতা সূর্যের স্বাদ পাবার আশায়…
কমল কুজুর। বাংলাদেশ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!