খোঁয়াবনামা - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
যেদিন থেকে আমি
তোমার চোখের জল দেখেছি—
সেদিন থেকেই আমার
সমুদ্র দেখবার শখ মিটে গেছে,
তোমার চোখকে সমুদ্র ভেবে
আমি তাতেই স্নান করেছি অজস্রবার
সেই নোনতা জলের জলোচ্ছ্বাসে—
মাতালের মত ভেসে গেছি অবিরত,
তবুও তোমাকে স্পর্শের অনুভবে
নিজেকে রেখেছি বিরত
চিঠি দিও প্রিয়, সেই বেনামী বন্দরে!
সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
ঢাকা, বাংলাদেশ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!