মহীতোষ গায়েন এর দু’টি কবিতা

প্রকাশিত হয়েছে : মার্চ ২২, ২০২১ | দেখা হয়েছে: ১০১৮ বার
মহীতোষ গায়েন এর দু’টি কবিতা

নন্দীগ্রামের জয় 
তোমার আমার একটি নাম
নন্দীগ্রাম নন্দীগ্রাম,
শহীদ স্মরণে একটি নাম
নন্দীগ্রাম নন্দীগ্রাম।

রক্ত ছুঁয়ে শপথ করেছি
রেখেছি আগুনে হাত,
শহীদ স্মরণে মিছিলে জীবন 
কাটে নন্দীগ্রামে রাত।

হাফিজ আয়েশা পলাশ চামেলি
একসাথে মাঠে যায়,
কৃষি শিল্পে খুশির হাওয়া
নন্দীগ্রাম ফিরে পায়।

শত শহীদের অম্লান স্মৃতি  
বুকের  মধ‍্যে  রয়,
অসুখ সারবে শান্তি ফিরবে
জয় নন্দীগ্রামের জয়।

রুটি ও শান্তির জন‍্য
গুনে পুড়ছে গাছ গাছালি
আগুন নিভিয়ে দাও,
বৃষ্টির জলে বারুদের গন্ধ ভাসে
ঈশাণ কোণে মেঘ,ঝড়ের অপেক্ষা...

আশা আকাঙ্ক্ষার সূত্র আগুনে পুড়ছে
শান্তি-জলের বন‍্যায় প্লাবিত হোক হৃদয়,
শিমুল পলাশের শাখায় শাখায় অনুরাগ
এসো প্রার্থনা করি রুটি ও শান্তির জন‍্য।

মহীতোষ গায়েন
অধ্যাপক,
সিটি কলেজ, 
কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন