ঘৃণা! – বজলুস শহীদ

প্রকাশিত হয়েছে : এপ্রিল ২২, ২০১৯ | দেখা হয়েছে: ১০৮২ বার
ঘৃণা! – বজলুস শহীদ

ঘৃণা, ঘৃণা, লক্ষ কোটি ঘৃণা
ধর্ম ভেবে মানুষ মারিস 
পশুর অধম কি- না!

মানুষ ছাড়া ধর্ম অচল,
সকল কেতাব মিছে
কোন কেতাবে লিখা আছে, 
ঘাতক সাজো নিজে??

ধর্মের আগে মানুষ সৃজন
এই যদি হয় সত্য 
ওরে বেকুব নিচ্ছিস কেন
আরেক ভাইয়ের রক্ত।

ঘৃণা! ঘৃণা! ঘৃণা!
গালির ভাষা পাইনা খুঁজে 
তোরা সবার চেনা, 
আবার দিলাম ঘৃণা!

বজলুস শহীদ
অটোয়া, কানাডা।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন