যুদ্ধ একটি অনিবার্য ঘটনা - সায়্যিদ লুমরান
এই পৃথিবীতে যুদ্ধ একটি অনিবার্য ঘটনা।
জলে'তো সারাক্ষণই যুদ্ধ চলে,
বৃহৎ হা করে থাকা নীল তিমি ছোট বড় সব মাছ গিলে ফেলে। হাঙর হাঙরের লেজ খায়।
জঙ্গলেও মঙ্গল নেই-
ইগল থেকে ইদুর কখনো শিকার তো কখনো শিকারী।
হরিণকে চক্রে ফেলে বাঘে-সিংহে করে বূহ্য রচনা।
সভ্য বা অসভ্য সকল সভ্যতার বুক থেকে মস্তকে যুদ্ধ রক্ত হয়ে দৌড়ায়ঃ
আসলে যুদ্ধের জটিল সূত্র এ পৃথিবীর খাদ্য শৃঙ্খলে
এবং মানুষ সর্বভুক-
মাছ-মাংস থেকে ঘাস সব'ই খায়,
ক্ষুধার অধিক সে কখনো কখনো মানুষের প্রাণও খেয়ে ফেলে।।
সায়্যিদ লুমরান
আজিমপুর, ঢাকা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!