আঁকড়ে থাকা জীবনের ছবি - হরেকৃষ্ণ দে

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৯, ২০২০ | দেখা হয়েছে: ১২৪১ বার
আঁকড়ে থাকা জীবনের ছবি - হরেকৃষ্ণ দে

মুথা ঘাসের শিকড় যেমন জানে মাটি কিভাবে আঁকড়ে থাকতে হয়,
তেমনি আঁকড়ে থাকার সবুজ কলাপাতি রং টলমল করে খাদানের শ্রমিকের পুড়ে যাওয়া চামড়ায়৷
মাটির শরীরে ঘামের জলটোপে স্বীকৃত দারিদ্রের দলিল--
গাইতি, বেলচায় শ্রমের প্রতিভা জ্বলে ওঠে,
ঘুম পাড়ায় খিদের কাঁচা পেট,

দুঃখের পাঁচন থলিতে নিত্য বাঁচার আঁকুর পাতা মেলে,
শরীর থেকে টাটকা টগরের ঘ্রাণ প্রাসাদ বানায় অকৃপণ হৃদয়৷

পকেট ভর্ত্তি সরলতায় জীবনের বোঝা বেঁধে জীবন আঁকে,
হৃদয়ের খালে জমা করে নীল আকাশ
ভেসে ওঠে আঁকড়ে থাকা জীবনের ছবি৷

হরেকৃষ্ণ দে । বাঁকুড়া  


শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন