গোরস্থানে বসে - পুলক বড়ুয়া

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৫, ২০১৯ | দেখা হয়েছে: ১০৮২ বার
গোরস্থানে বসে - পুলক বড়ুয়া

শ্বাপদ-সরীসৃপের মতোন লোমশ হাত, দাঁতাল

গর্জে ওঠে, অপারেশন সার্চ লাইট
হঠাৎ, ক্র্যাক ডাউন

পিলখানা
    রাজারবাগ
        জগন্নাথ হল

৩২ নম্বর

রোকেয়া হল
     জহুরুল হক হল
          ঢাকা বিশ্ববিদ্যালয়

কালরাত্রি কালোআগুন কারফিউ

বঙ্গোপসাগরের কোল ঘেঁষে 
তেঁতুলিয়া থেকে টেকনাফ
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
একটি বদ্বীপ ভিন্ন বাতিঘর

বাংলাদেশ
চোখ উপড়ানো
হাত বাঁধা, পা বাঁধা, গুলিবিদ্ধ
বধ্যভূমি 

বাংলাদেশ
শাহাদাত শোণিত অস্থি মজ্জা হাড় 
আর সম্ভ্রম বুকে পুষে
বীর

জনকের মতো, জননীর মতো
লাল সবুজ জমিন—উর্মিল মূর্ছনা

বৃথা, ব্যর্থ কী
প্রেতচ্ছায়ার মতোন ঘাতক ও দালালেরা:

না
কিছুতেই না
বিন্দুমাত্র স্মৃতি ভ্রষ্ট নয়
কবরে বসে ছুরি শানায়
      গোরস্থানে বসে হায়েনার সাথে ফের  
            আজও চাঁদ-তারা মার্কা।

পুলক বড়ুয়া । বাংলাদেশ




শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন