নববর্ষ - বজলুস শহীদ

প্রকাশিত হয়েছে : এপ্রিল ১৬, ২০১৯ | দেখা হয়েছে: ১১৬৪ বার
নববর্ষ - বজলুস শহীদ

ছর শেষে বছর আসে
এইত নিতুই খেলা
এই খেলাতে চলছে জীবন
চলছে প্রাণের মেলা।।

সেই মেলাতে দিচ্ছে হানা
বেনিয়াদের হাত
প্রাণের মেলা যায় হারিয়ে
নামছে আঁধার রাত।।

এখন মোদের মন ভরে না
গ্রাম্য মেলা দেখে,
মাটির পুতুল কেউ কিনে না
আড়ং মেলা থেকে।
আড়ং এখন গ্রামেত নয়,
শহর অট্টালিকা
চার পয়সা আর চলেনা,
লাগে লক্ষ টাকা।।

কেউ কিনে না হলদে পাখি
ঠনাক, ঠনাক গাড়ি,
বেলুন বাঁশি আর বাজেনা
চায়না রঙিন হাঁড়ি।
কাগজ ফুলের টোপর কবে
হারিয়ে গেছে ভাই
সোনার মুকুট দাও বানিয়ে
আর কিছু না চাই।।

বুকের মাঝে দহন বাড়ে
গয়না বাড়ে যত,
বছর পরে বছর ঘুরে
যায়না বুকের ক্ষত!!

বজলুস শহীদ
অটোয়া, ১লা বৈশাখ, ১৪২৬

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন