সাত্বিক - সুমন্ত দে

প্রকাশিত হয়েছে : মে ২৭, ২০২৪ | দেখা হয়েছে: ৪৭৭ বার
সাত্বিক - সুমন্ত দে

বির আছে তারা, গাছ, পাখি আরও কিছু গুটিকয়েক;
মাঝে মাঝে সাদা রঙের ফলক -
কালো অর্থপূর্ণ দাগ কেটে নিয়ে আসে মড়ক।
প্রতীয়মান সক্ষমতার ভূমিকা নঞর্থক।।

তারা তো কবি নয়, তারা পাঠক;
গুনিজন সূর্যের মতো পালক -
তারাই দুর্যোগের নিবৃত্তি কিভাবে? বোঝাক!
শত কিমি অতিক্রম করে এসেছেন বহু সমর্থক।।

বলছেন তারা লড়াই করে যাবে শেষতক;
বঞ্চিত হবে না, হবে না অপারক -
কালো আকাশে যতোই বজ্রপাত হোক
নিয়েছেন শপথ তারা হবে সাত্বিক।।

সুমন্ত দে
চাকিয়াভিটা, কামারভিটা
জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন