ঠিকানা - দেওয়ান সেলিম চৌধুরী

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ৭, ২০২৪ | দেখা হয়েছে: ৮১২ বার
ঠিকানা - দেওয়ান সেলিম চৌধুরী

কেন জানিনা নিজের ঠিকানা
     এত মধুর হয়?
পেরিয়ে আসা কত প্রান্তর
     কত লোকালয়,
কত অট্টালিকা অথবা প্রাসাদ
      কিছুই কাড়েনা মন 
টেনে নিয়ে আসে, জীর্ণ কুঠিরখানি
       শান্তির নিকেতন।
মৃত্যুর আগেও ঘুরে ঘুরে দেখা 
      ঘরখানি বার বার
আনন্দ বেদনায় কতটা সময়
       করিয়াছে হেথা পাড়।
মাটির মেঝেতে, মাদুর বিছায়ে
       বাপ বেটা আর মেয়ে,
মনে হতো আছে শ্রেষ্ঠ স্বর্গে
       তাদের আদর পেয়ে।
আজ বড় হয়ে তারা, সব গেছে চলে
       যার যার সংসার।
এখানে শুধু একা পড়ে থাকা
       কোথাও নেই যাবার।
সন্তানের চেয়েও বড় করে ডাকে
      ঠিকানা বার বার।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন