তুমি চলে যাও আমি আসছি - ফরিদ তালুকদার

প্রকাশিত হয়েছে : নভেম্বর ৩০, ২০২২ | দেখা হয়েছে: ৬৭১ বার
তুমি চলে যাও আমি আসছি - ফরিদ তালুকদার

তুমি হেলে-দুলে চলে যাও---
আমি আসছি

বিপনী বিতানের চক্কর সেরে, চৌরাস্তার মোড়ে চায়ের স্টল
তার অদূরেই সুড়কিবাঁধাই পথ নিয়ে যাবে দক্ষিণে
কালভার্টের ঢাল থেকে নেমেই শুরু মেঠোপথ
সব মিলিয়ে ক্রোশ পাঁচেক মাত্র 
তারপরেই নদীর কিনার

তুমি হেলে-দুলে চলে যাও---
আমি আসছি

ধলেশ্বরীর জলে ডুবে যাওয়া সূর্যের শেষ আলোয় হবে আজ আমাদের জোড়া স্নান!

তুমি হেলে-দুলে চলে যাও---
আমি আসছি!

শেষবারের মতো একবার, সব নিয়ম ভেঙে আমি মসজিদ, মন্দির, গীর্জার সব ঘন্টা ধ্বনি বাজাবো

কিছু সংবিধান-সনদ, বিল অব রাইটস (Bill of Rights), ম্যাগনা কার্টা (Magna Carta), জাল শান্তি চুক্তির খসড়া, আকাশ বোমায় গনহত্যার পরে বানানো মিথ্যে ইশতেহার, জাতিসংঘ, পৃথিবীর তাবৎ পারমানবিক অয়্যারহেড, এবং আরও আরও... 
সবার মুখাগ্নি করেই আমি আসছি!

কিছু অনিয়ম, কিছু ধ্বংসযজ্ঞ আজ অপরিহার্য শান্তিপূর্ণ এক পৃথিবীর সিঁড়িপথে

তুমি হেলে-দুলে  চলে যাও আমাদের পূর্বপুরুষদের প্রথম গুহার ঐ দুয়ার অব্দি 
আমি বুকের আধছেঁড়া পকেটে কয়েকটি শস্যের দানা আর সবুজ ঘাসের বীজ নিয়ে, দ্রুতই আসছি'

আমি আসবোই!---

তুমি হেলে-দুলে চলে যাও
আমি----
আমি থেকে আমরা হবো 
এক, দুই,  তিন, লক্ষকোটি---

এক সবুজ পৃথিবীর ছায়ায়!!

ফরিদ তালুকদার
টরোন্ট, কানাডা 
নভেম্বর ২২, ২০২২

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন