প্রেমের সংঞ্জা ও চিত্ররূপ - অরিন্দম চট্টোপাধ্যায়
প্রেমের সংঞ্জা লেখা হয়েছিল
কিনা কে জানে
অতলস্পর্শী হৃদয়ে ছিল
এক অন্য স্রোত, ভেঙে যাওয়া
নদীর মতন
কেউ কাউকে কোনদিন প্রেমের
সংঞ্জা নিয়ে বিশ্লেষণ করেনি-
অনেক রাত করিডরে কেটেছে
ঘরের জানালায় লেগে থাকত বাতাস
উড়ে যেত কয়েকটা অলকচূর্ণ...
দৃষ্টিতে দৃষ্টিতে, অনুভূতিতে অনুভূতিতে
আর থেকে যেত না-বলা কথা
মেঘ যেমন সরে যায়, ভেসে যায়
পাখীর পালকের মতন
বা যেভাবে হারিয়ে যায় রঙীন
চাঁদ এক অরণ্যের ভেতর......
# শুধু রয়ে গেছে এক বর্ণময় চিত্ররূপ
অরিন্দম চট্টোপাধ্যায়। বেহালা, কলকাতা৬০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!