ফাগুন - নির্মল ভৌমিক

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ৯, ২০২২ | দেখা হয়েছে: ৭৭৯ বার
ফাগুন - নির্মল ভৌমিক

ফাগুন যেনো আগুন মাগো
দস্যি ছেলের ডাক,
ভাষার জন্য জীবন বাজি
বিশ্ব হতবাক। 

বুটের লাত্থি কামান গুলি 
হটাতে পারেনি পিছু,
বীর বাঙালি অস্ত্র ধরেছি 
হইনি মাগো ভীতু।

রক্ত দিয়ে হোলি খেলা
ছিল যাদের নেশা,
তাদেরকে মোরা শাসিয়ে দিয়েছি
কপালে দিয়ে ঝাঁটা। 

ফাগুন যেনো তাই আগুন মাগো 
দস্যি ছেলের ডাক,
আমের বনে ভ্রমর উড়ে 
খুশিতে নাচে বেবাক।।

নির্মল ভৌমিক
০৯/০২/২০২২খ্রিঃ-
ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন