রূপের বাহার - তপন কুমার বৈরাগ্য

প্রকাশিত হয়েছে : মার্চ ১৯, ২০২৪ | দেখা হয়েছে: ৩৩১ বার
রূপের বাহার - তপন কুমার বৈরাগ্য

ঙ্গমায়ের রূপের শোভা
ছড়ায় যখন জানি,
মন খুশিতে রেঙে ওঠে
ভাবি তাকে রানি।

পাহাড় ঘেরা সবুজ দেশে
তুফান তোলে মনে,
ঘুরি ফিরি আনন্দেতে
সবুজ বনে বনে।

শ্যামলিমা চারিদিকে
দু'চোখে দেয় আলো,
যতো দেখি মন ভরে যায়
রয় না কোনো কালো।

আকাশজুড়ে রামধনু ওই
বৃষ্টি টাপুর টুপুর,
ভালো লাগে স্বর্ণালী এক
শীতের কোনো দুপর।

মায়ায় ভরা আমার এদেশ
ভুলবো না তো তাকে,
দিবস রাতি হৃদয় আমার
মধুর ছবি আঁকে।

তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর
নাদনঘাট
পূর্ববর্ধমান
ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন