নাম না জানা পাখি - সিদ্ধেশ্বর হাটুই

প্রকাশিত হয়েছে : মার্চ ৭, ২০২৪ | দেখা হয়েছে: ১০১৪ বার
নাম না জানা পাখি - সিদ্ধেশ্বর হাটুই

বৃক্ষশাখা পরে কাঁদে এক ক্ষুদ্র বিহঙ্গ
দুর্দশ মনে একাকি নির্জনে,
না পেয়ে রূপ বড়ই অচেনা আজ
সকলের তরে, ক্লেশ জাগে তাই মনে।
হায় রে কপাল ! শুধুই আকাল…
অসার জনম লয়ে বাঁচে ভয়ে ভয়ে,
স্বতন্ত্র জীবনধারা, হয়েছে দিশাহারা
মন্দের মাঝে উৎকৃষ্ট টুকু চেয়ে।

ময়ূর ময়ূরীর কত সৌভাগ্য
নিয়তি তাদের দিয়েছে অপরূপ সৌন্দর্যের বাহার
বিচ্যুত পালক যার মুকুটের অলঙ্কার,
সমাদরে জীবন কাটে, জোটে উপহার।
কাকাতুয়া, ময়না, কেউ সুশ্রী, কেউ সুকন্ঠী
তাই তারা কখনো কারোর হয় না অচেনা ,
নাম না জানা পাখিগুলো সব দুরদৃষ্ট তাই
দূরে চলে যায়, অবহেলায়, অচেনায়…অজানায়।

সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন