মাঝি - শীতল চট্টোপাধ্যায়

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৩, ২০২৪ | দেখা হয়েছে: ৪৬০ বার
মাঝি - শীতল চট্টোপাধ্যায়

মাঝির যত মনকথা
স্রোত ক'রে নেয় নদী।
অনেকবার মাঝ নদীতে
বাঁচানো নৌকোয় যাত্রী বাঁচিয়েছে
ঝোড়ো হওয়ায়।
নদীর দু'পাড় ছোঁয়া -ছুঁয়িতেই
মাঝির জীবন পাড় জেগে থাকে।
মাঝি জানে, নদীর জলে কী ভাবে ফোটে
ভোরের মুখ,
কী ভাবে পাখি ছুঁইয়ে যায় পালক রঙ তার,
জানে, কী ভাবে নদী নিজে হাতে ক'রে নেয়
ঢেউ বিনুনি তার,
জানে, আকাশ -নদীর নীল মেশামেশির
অবিচ্ছেদ্য বহমানতা।
নদীর জলে পা ডোবায় সন্ধে এসে,
চারিদিক নিঃশব্দ হয়ে গেলে -
নদীর সাথে চাঁদ কথার গল্প
জল থেকে মনে তোলে মাঝি।

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন