আসবি কি তুই আমার ঘরে -ফরিদ তালুকদার

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ১৯, ২০১৯ | দেখা হয়েছে: ১২২৪ বার
আসবি কি তুই আমার ঘরে  -ফরিদ তালুকদার

সবি কি তুই আমার ঘরে..?

স্বপ্ন দিয়ে ঘর সাজাবো
তারার সাথে রাত কাটাবো..

আসবি কি তুই আমার ঘরে..?

নিকষ কালো নিঃসীম রাতে
ছুটে যাবো যুগল প্রাণে
সত্য সুন্দর গোসাঁইর হাটে

আসবি কি তুই আমার ঘরে..?

উজান স্রোতে বৈঠা নিব..
উথাল পাথাল ঢেউ ভাঙিবো
অনুরাগের আকুল গাঙে
দেখবো জীবন অস্তরাগে

আসবি কি তুই আমার ঘরে?

উড়াল পাখি দিব ছেড়ে
যেখানে চাস যাবি উড়ে
ভালোবাসার আলতো লাগাম
বুকের খাঁচায় রাখবি পুরে

আসবি কি তুই আমার ঘরে? 

এলোকেশী পাগলী সোনা
ভেংচি কাটা মুখের পাশে
দিনে রাতে দস্যি হাসে..

আলতা রাঙা পায়ের দাগে
হৃদয় আমার ডুকরে কাঁদে
ফাগুন ঝরা রাতের পথে..

আসবি কি তুই আমার ঘরে..?

ফরিদ তালুকদার। টরেন্টো  
সেপ্টেম্বর ১০, ২০১৯

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন