ইচ্ছের পূর্ণতা - শুভ জিত দত্ত

প্রকাশিত হয়েছে : অক্টোবর ১৪, ২০২২ | দেখা হয়েছে: ৬৪০ বার
ইচ্ছের পূর্ণতা - শুভ জিত দত্ত

তুমি চাইলে রংধনু প্রলেপ 
নিমিষেই ছেয়ে যেতো
শোভা পেতো আকাশ জুড়ে
রঙিন তুলির ছোঁয়া

সাতটি রং এর মেঘেরা এসে
অবলীলায় ভীর জমায়
চির চেনা ছবিটি যেন মনে হয়
শিল্পীর তুলিতে আঁকা

কখন তুমি দেখবে চেয়ে
রইবে অবাক হয়ে
তোমার জন্য আকাশ কেমন
সেজেছে রঙিন হয়ে

তোমার কে ঘিরে তাদের কত
আয়োজনের শেষ নেই
পূর্ণতা পাক তাদের ইচ্ছা
তোমার পদচারণায়।।

শুভ জিত দত্ত 
ঝিনাইদহ, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন