শীতের বেলা - নুরইসলাম

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৩, ২০২০ | দেখা হয়েছে: ১৪০৩ বার
শীতের বেলা - নুরইসলাম

শীতের মাজে ঐ নদীতে,
শোনা যায় অতিথি পাখির গান।
কলরবে মুখরিত-
পেতে দেখো কান।
কুয়াশার বুকে যাচ্ছে,
ময়না শালিক ভেসে। 
সবুজ দুর্বা ঘাসে-
শিশির কণা উঠলো ঐ হেসে।
চুপি চুপি উঠেছে,
পূর্বে সূর্যি মামা।
শিতের মাজে চাইছে সবে-
গরম গরম জামা।
শীতের মাজে খেজুর গাছে,
দিয়েছে হাড়ি।
নানান পিঠার গন্ধে মিশা-
গ্রাম বাংলার বাড়ি ।

নুরইসলাম । ময়মনসিংহ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন