তোমার সঙ্গে দেখা - তন্ময় পালধী

প্রকাশিত হয়েছে : জুলাই ৩০, ২০২৩ | দেখা হয়েছে: ৭২৩ বার
তোমার সঙ্গে দেখা - তন্ময় পালধী

রূপনারায়ণ বইছিল কলকল
বাউল বাতাসে হচ্ছিল রঙ আঁকা
স্বর্ণসিঁদুর গোধূলি রঙিন ক্ষণে
হঠাৎ হলো তোমার সঙ্গে দেখা।

চোখে চোখে ভাব হয়নি তো বিনিময়
অবুঝ হৃদয় সেই কথা কি জানে?
উদ্বেলিত হচ্ছি বারংবার
উচাটন মন তাকায় পথের পানে।

মুহূর্তগুলোও আনোখা ছন্দে লীন
বিবক্ষিত হৃদয়ের আঁকপাঁক
সঁপেছি এ মন তোমার ঈশিতায়
পথ-সুরভির গন্ধটুকুই থাক।

অফিস ফেরত ভিড় ঠাসাঠাসি বাস
অথবা যখন ভীষণ কাজের চাপ
চেতনা জুড়ে মিষ্টি বিকেলখানি
দূর করে দেয় ক্লান্তির যত ছাপ।

লেপ্টে থাকা ক্ষণগুলি সুধাময়
বাতাস সেদিন বলছিল কানে কথা
সেদিনও ছিল এমনই গোধূলি ক্ষণ
পথের বাঁকে তোমার সঙ্গে দেখা।

তন্ময় পালধী
শংকরপুর, হুগলী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন