বর্ষা সুন্দরী - তপন কুমার বৈরাগ্য
বর্ষা তুমি নীল আকাশের
ঝর্ঝরিত ঝরনা মেয়ে,
আষাঢ় শ্রাবণ আনো প্লাবন
এলোচুলে থাকো চেয়ে।
ঝমঝমাঝম বীণা বাজাও
টাপুর টুপুর পরে নূপুর,
ঝড়বাদলে ঢেকে থাকে
একটা দিনের ভরা দুপুর।
বিদ্যুতের ওই হারটি গলায়
ঝিলিক মিলিক মেঘের কোলে,
কদম কেয়া হাসনুহানা
একটু বাতাস পেয়ে দোলে।
নদী সাগর পেয়ে পরশ
হরষেতে ওঠে জেগে,
তুমি দেখো আড়াল থেকে
বইছে ওরা দারুণ বেগে।
সবুজ চারায় দিচ্ছো এঁকে
ভবিষ্যতের আলোর গীতি,
পৃথিবীকে বাসো ভালো
তাই তো তোমার মনে প্রীতি।
তুমি হলে অপরূপা
তাই তো বনের এতো শোভা,
ঝিয়ারিগো ঝিরিঝিরি
মলয়জের মনোলোভা।
তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর
নাদনঘাট
পূর্ববর্ধমান
ভারত
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!