যোগ্যতার প্রশ্ন - শ্রাবন কয়াল

প্রকাশিত হয়েছে : মার্চ ৯, ২০২৪ | দেখা হয়েছে: ৩৪৭ বার
যোগ্যতার প্রশ্ন - শ্রাবন কয়াল

না হয় মেনেই নিলাম
কথা বলা যাবে না স্টেশনে কিংবা সোশাল মিডিয়ায়
তবে কখন
কোন সময়
দু 'কথা বলতে পারি তোমাকে?
ফোনের ওপার থেকে?
না না সে তো বলা যাবে না
কি হবে কথা বলে!
কেন বলবো কথা?
কাঁপা কাঁপা গলায় না মানে বলছিলাম কি...
কি বলতে চাও বলো --
ভালোবাসো আমাকে?
বললাম এভাবে ধমক দিলে কি কিছু বলা যায়!
তুমি একটু মিষ্টি হেসে দিলে
আমি বললাম ভালোবাসতে চাই
তুমি বললে অসম্ভব
কি যোগ্যতা আছে তোমার?

শ্রাবন কয়াল
দক্ষিন ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন