দ্বান্দ্বিক বোধোদয় - এ.এইচ.এম. আওরঙ্গজেব জুয়েল

প্রকাশিত হয়েছে : জুন ১১, ২০২০ | দেখা হয়েছে: ১২৫১ বার
দ্বান্দ্বিক বোধোদয় - এ.এইচ.এম. আওরঙ্গজেব জুয়েল

খোলসের অকাল বৈধব্যে 
বেরিয়ে পড়ে নগ্ন শরীর।
কাম-ক্রোধের পারস্পরিক জটিলতায়
মরণ ব্যধি আর মোড়ক ছড়ায়।
আরশোলার একাকিত্বে জেগে ওঠে
কুমারীর নিঃশব্দ প্রাণ।
মায়াহরিণীর ফাঁদে আটকা পড়ে
সীতার জীবন আর অগ্নিপরীক্ষার গান।
ইঁদুর-বিড়ালের দ্বন্দ্ব যুদ্ধে
মানুষের জীবনে আসে অস্থিরতা 
ক্ষয়ে যাওয়া জীবনে তাই সে খোঁজে
অমরত্বের সন্ধান।
যেখানে জীবনের ইতি
সেখানেই মানুষের কর্মচাঞ্চল্য,
স্রষ্টার শ্রেষ্ঠত্বে হানে সন্ধিহান বাণ
মানুষ নিজেই বুঝি সেই ভগবান।

শরীয়তপুর। বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন