মাধবীলতার পানে - কিরণময় নন্দী

প্রকাশিত হয়েছে : আগস্ট ২, ২০২১ | দেখা হয়েছে: ১০১১ বার
মাধবীলতার পানে - কিরণময় নন্দী

পূর্ণিমা রাতে নীল যমুনার তীরে 
আজও কি বাঁশি বাজে
লাল পলাশের মোহময়ী রূপে
আজও কি বসন্তের পুরুলিয়া সাজে?

হিমানী ভোরের শিশির বিন্দু
আলতো পায়ে ছোঁয়ায় সেই শিহরণ
নাকি পূর্বরাগের যাতনায় প্রেয়সী আজও
উপাধান আঁকড়ে নিদ্রাহীন রাত্রিযাপন?

আজও কি ভ্রমর নেশায় ছোটে
সেই নদীতীরে কবির মাধবীলতার পানে
আজও কি মাঝি দাঁড় টেনে চলে
উজানের পথে গুনগুন রবি ঠাকুরের গানে?

সেই ব্যর্থ প্রেমিক ডায়েরীর বুকে 
আজও কি লিখে চলে খোলা অলকের আবেশ
নাকি অন্যতটে পানসি নিয়ে
সব ভুলে নতুন বণিকের বেশ?

সেই অবুঝ প্রেমিকা অপেক্ষার প্রহর গোনে
আসবে ফিরে বিছানায় স্বপ্ন দেখানো  ভালোবাসার মানুষ
নাকি শক্ত করে মন-লড়াই আজীবন
উড়িয়ে দেয় মেকি ভালোবাসার ফানুস?

আজও কি ভ্রমর নেশায় ছোটে
সেই নদীতীরে কবির মাধবীলতার পানে
আজও কি মাঝি দাঁড় টেনে চলে
উজানের পথে গুনগুন রবি ঠাকুরের গানে?

কিরণময় নন্দী
পাতুল,খানাকুল,হুগলী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন