আবরার -বজলুস শহীদ

প্রকাশিত হয়েছে : অক্টোবর ৮, ২০১৯ | দেখা হয়েছে: ১৬৯৬ বার
আবরার -বজলুস শহীদ

বরার, আবরার
আসে নাকো বারবার,
আসে শুধু একবার।

কথা বলার সেই দেশে 
নেই আর অধিকার,  
প্রতিবাদী শব্দেরা করে শুধু 
হাহাকার! 
সেই কথা বলে গেল আবরার।।

কোথা যাবে, কোন দেশে 
নেই কোনো প্রতিকার!
জননীর কান্না, শুনছে না 
কেউ আর!
শুনে শুধু আবরার।।

মেরেছ আমাকে তুমি
কত জন মারবে?  
কবরের ঘুম ভেংগে  
এই জাতি জাগবে।
নাই পথ পালাবার
বলে গেল আবরার।।

ইতিহাস খুঁজে দেখো 
ফিরে আসে বার বার 
মিথ্যা টিকে নাকো সত্যের জয়কার
বলে গেল আবরার।।

বজলুস শহীদ । অটোয়া 
৭ অক্টোবর, ২০১৯

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন