প্রকৃতির অপ্রত্যাশিত দীর্ঘশ্বাস - জীবন পাল
কখনো কি ভেবেছিলে,
তোমার ব্যস্ত জগতে এতটা দীর্ঘ সময়-
প্রিয় মানুষগুলোকে নিয়ে কাটাবে এমন মুহূর্ত!
ভেবেছিলে কি, অগোছালো তুমি হঠাৎ করে
একটি রুটিনের গন্ডিতে আবদ্ধ হয়ে যাবে!
একটুকরো বনরুটির সাথে এককাপ চায়ের
সেই নিয়মিত সকালের নাস্তা-
আর অসময়ের অনিয়মিত লাঞ্চের
বদলে যাবার ভাবনাটাও
নিশ্চয় তোমার কাছে দুঃস্বপ্নের মতই!
ভেবে দেখেছো,এই দুঃসময়ের মধ্যেও তুমি কিন্তু প্রিয়মানুষগুলোর মুখের হাসি দেখতে পাচ্ছো।
দুশ্চিন্তার মধ্যেও ফেলেছো কিছুটা দীর্ঘশ্বাস।
হতাশার মধ্যেও দেখেছো নতুন কিছু স্বপ্ন।
তোমার মত প্রকৃতিও আজ-
আপন মনে দোল খাচ্ছে সতেজতার হাওয়ায়।
তাদের মধ্যেও ফিরে এসেছে-
অপ্রত্যাশিত স্বাধীনতার মহোৎসব।
আচ্ছা, প্রকৃতিকে কি-
এভাবেই মুক্ত করে দেওয়া যায় না?
সে যে মুক্ত পাখির মতই-
বাতাসে আপন মনে ভেসে বেড়াতে চাই।
তোমাদের ব্যস্ত জগতের কোলাহলের প্রতি
তার যে বড্ড অভিমান হয়েছে।
কিছুদিনের এই নিঃসঙ্গতায়
প্রকৃতি যে তার চিরচেনা জগতটাকে
খুঁজে পেতে সক্ষম হয়েছে।
তোমরা কি পারোনা-
তোমাদের ব্যস্ততার ভিড়েও পৃথিবীকে
এরকম একটা প্রকৃতি উপহার দিতে?
নাকি স্বার্থপরের ভূমিকায় অবতীর্ণ হয়ে
দূষণের রাজ্যে অশান্তিতে জ্বালিয়ে পোড়াবে-
ফেলে আসা অতীতের মতই?
জীবন পাল। বাংলাদেশ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!