জীবন এখন - জিল্লুর রহমান প্রামানিক

প্রকাশিত হয়েছে : মে ২, ২০২২ | দেখা হয়েছে: ৬৬৬ বার
জীবন এখন - জিল্লুর রহমান প্রামানিক

জীবন এখন উড়াল দিয়েছে বোধের অরণ্যাঞ্চলে 
ফিরবেনা সময় ফেরি করে শশ্মানের পাশে
ফিরবেনা মানুষের ভিরে রকমারি-ডেরায়
ফিরবেনা চুলখোলা তান্ত্রিক সন্ধ্যায়
প্রণয় কুঞ্জবনে-প্রেম-অনুরাগে!

জীবন এখন হৃদয়পোড়া দুরূহ প্রেমের 
দূর্বোধ্য পান্ডুলিপি হাতে
নিশঙ্ক আকাশের মতো অনঘ গোধূলীর 
উন্নিদ্র রাতের তম্বী শরীরে
শ্বাপদের মহড়া দেয়!

জীবন এখন কোনো এক শরমার্ত ভোরে
লোহিত যৌবনের অতুল পরশ নিয়ে
ক্লান্ত জীবনের বিরান বসত হয়
দগ্ধ শরীর ঝলসানো কবিতায়
বিবর্ণ ছবির নিবার্ক অনুদিত দৃষ্টি নিয়ে
অবশেষে সমর্পিত হয় পাঁজর পোড়ানো বৈহাসিক যৌবনে!

জিল্লুর রহমান প্রামানিক। বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন