পৌষ সংক্রান্তি - বিপ্লব গোস্বামী

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৬, ২০২০ | দেখা হয়েছে: ১১৯২ বার
পৌষ সংক্রান্তি - বিপ্লব গোস্বামী

সংক্রান্তি এলে আনন্দে ভাসে
ঈশান বাংলার গ্ৰাম ;
মহানন্দে সব গিন্নী করেন
পিঠে পুলি ধূমধাম।
বাংলার প্রতি আঁঙিনা সাজে
রঙিন আলপনায় ;
কিশোরী মনে নাড়া নেয়
শতেক কল্পনায়।
ঊষা কালে স্নান সেরে
মেড়ামেড়ি দাহন;
নব বস্ত্র পরিধান করে
গুরু জন বন্দন।
বেলা বাড়লে শুরু হয়
নগর পরিক্রমা;
রসাল সুরে মেতে উঠেন
যত সব রমা।
তিল গুড় সন্দেশ মিষ্টি
ছানা দুধ দই;
রকমারি সব পিঠে পুলি
মুড়ি চিড়া খই।
মাছ মাংস পিঠা মিষ্টি
হরেক প্রকার ভোজন;
বিকেল হলে হাটে বসে
বাউলের ভজন।

বিপ্লব গোস্বামী - করিমগঞ্জ, আসাম

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন