সকাল - মুহা. নজরুল ইসলাম

প্রকাশিত হয়েছে : জুলাই ৩০, ২০২২ | দেখা হয়েছে: ১২৩১ বার
সকাল - মুহা. নজরুল ইসলাম

রাত গেল দিন এলো ঐ দেখো সূর্য,
গায়ে লাগে মিঠে রোদ, মনে বাজে তুর্য! 
কী মধুর সুর তুলে পাখি সব গাইছে!
শিশিরের পরশনে পা যুগল নাইছে।

হলদেটে সূর্যটা সকালের সারথি   
দিগন্ত থেকে আসে মোহময় আরতি।
আর তার রোদ যেন মায়াবিনী কন্যা,
পরশে ছড়ায় ও সে পুলকের বন্যা।

সতেজতা প্রকৃতিতে সৌন্দর্য ঢালে!
তরুদের মন ভালো সজীব এ সকালে।   
বাতাসের ছোঁয়া পেয়ে পাতাগুলো নড়ছে,
সূর্যের আলো লেগে ঝিকিমিকি করছে।

পাখিদের কোলাহলে মুখরিত মনটা,
চারিদিকে বাজে যেন আনন্দ ঘন্টা।
দিবসের ব্যস্ততা পায়নি হালে পানি,
চনমনে মনে নেই কোনো রকম গ্লানি।

সারা রাত জেগে যারা ঘুম যাও সকালে,  
নেই এই লাবণ্য তোমাদের কপালে।
যদি চাও সুস্বাস্থ্য করতে উপভোগ
ভোরের পাখির সাথে পুলকে দাও যোগ।

মুহা. নজরুল ইসলাম
কুমিল্লা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন