দেবতার অজান্তে - দেওয়ান সেলিম চৌধুরী

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১৮, ২০২২ | দেখা হয়েছে: ১০৮৮ বার
দেবতার অজান্তে - দেওয়ান সেলিম চৌধুরী

কার জন্ম আগে হলো, কার জন্ম পরে
কেইবা রাখিলো ধরে এই ধরণীরে, এত সুন্দর করে? 
সৃষ্টির পর থেকে পৃথিবীর শত প্রান্তে
দেবতাদের জন্ম হলো, দেবতারই অজান্তে
কত দেবতা পেয়েছিল ঠাই, মানুষের কল্যাণে
কত দেবতা হলো নিরুদ্দেশ, নূতনের প্রয়োজনে।
দাপটের সাথে সময় কাটায়ে
চলে যেতে হলো দূরে
যেতে হলো মানুষেরই প্রয়োজনে
কা’বা গৃহখানি ছেড়ে।
সব দেবতার শক্তি কাড়িয়া
চরণে ঢালিলো যার
তিনিই বিশ্বের একক বিধাতা
সীমাহীন দূর্বার।
কোনো, একক বিধাতা করেনি লড়াই
অন্য বিধাতার সনে
মানুষ লড়েছে বিধাতার হয়ে
মানুষেরই প্রয়োজনে।
মহা আয়োজনে মানুষের বিচার
তুমি করিবে যেদিন
ভুলিয়া যেওনা মানুষের কাছে
তোমারও রয়েছে ঋণ।  

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন