চাঁদ ঘুমাতে গেলে - তাজ ইসলাম

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২১, ২০২২ | দেখা হয়েছে: ৭৮৬ বার
চাঁদ ঘুমাতে গেলে - তাজ ইসলাম

যে রাতে ঘুমাতে যায় চাঁদ
সে রাতে ভাঙে আঁধারের  বাঁধ
ঘন অমাবস্যায় ঢেকে যায় পৃথিবী শরীর।

চাঁদ ঘুমাতে যায়, জোনাকিরা সুখ পায়
নিজেকেই চাঁদ ভেবে বাঁশঝাড়ে নেমে আসে জোনাকি মিছিল।

চাঁদ ঘুমাতে গেলে
জোনাকিরা খুচরা বাম দল হয়ে
বাঁশবাগানে এসে করে জোসনার বড়াই
চাঁদ ঘুমাতে গেলে জোনাকিরাই চাঁদ হয়
রাজনীতির শূন্য মাঠে
কতিপয় বামের মতো পাছার আলো জ্বলায় নিভায়।

চাঁদ ঘুমাতে গেলে
ধুন্ধুমার নেমে আসে অমাবস্যার ঢল
ভীরুগণ করে জোসনা বিলাপ
সাহসীরা অপেক্ষা করে
তারা জানে চাঁদ জেগে ওঠবে ভরা পূর্ণিমায়।

তাজ ইসলাম
কবি,ছড়াকার,ও সাহিত্যসমালোচক
ঢাকা বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন