হারিয়ে গেলো - সোনিয়া আক্তার

প্রকাশিত হয়েছে : এপ্রিল ১০, ২০২০ | দেখা হয়েছে: ১০৫৪ বার
হারিয়ে গেলো - সোনিয়া আক্তার

 হারিয়ে গেল ছোট্টবেলার
  হৈ-চৈ করা দিনগুলো।
হারিয়ে গেলো খেলার মাঠে
  বিকেলবেলার ফুলগুলো।
হারিয়ে গেলো কানামাছি
আরও কতশত খেলা।
হারিয়ে গেলো পাড়াগাঁয়ের
দুষ্টুমিষ্টি সেই ছেলেবেলা।
হারিয়ে গেলো সকালবেলার
       ঘুমভাঙা সেই মক্তব।
হারিয়ে গেলো আনন্দ আর
                স্মৃতিমধুর শৈশব।
হারিয়ে গেলো নীলকাশে
   ঘুড়ি উড়ার দিনগুলো।
হারিয়ে গেলো সন্ধ্যে নামল
 পড়তে বসার সেই সুরগুলো।
হারিয়ে গেলো মায়ের শাসন
      দুষ্টুমিতে ভরা দিনগুলো।
হারিয়ে গেলো জীবনের সেই
ছোট-খাটো সব ভুলগুলো।

সোনিয়া আক্তার । দাগনভূঞা, ফেনী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন