মনের কথা - টুম্পা দে দাস

প্রকাশিত হয়েছে : জুন ২৯, ২০২৩ | দেখা হয়েছে: ৭০৫ বার
মনের কথা  -  টুম্পা দে দাস

তো কথাই না বলতে মন চায়
      তবুও হয়নি তোমায় বলা,
মনের কথা মনেতে রেখেই 
      এ প্রাণের নীরবে পথ চলা।

অভিমানে ভাবি চলে যাই 
     তোমার পরিধি থেকে দূরে,
ভুলে থাকার ব্যর্থ প্রচেষ্টায়
      মেতে থাকি বিরহের সুরে।

সব জেনে বুঝেও অবুঝ সেজে
       রেখেছো কেন আমায় একা ?
চিনেও কি মুখ ফেরাবে যদি 
       কোথাও কখনও হয় গো দেখা।

টুম্পা দে দাস 
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন