কাঁটাতার - বদ্রীনাথ পাল

প্রকাশিত হয়েছে : এপ্রিল ২, ২০২১ | দেখা হয়েছে: ১২০৪ বার
কাঁটাতার - বদ্রীনাথ পাল

পারের পাখি গান গায়, তার সুর ভাসে এই পারে-
রুদ্ধ হয় না সে তো কোনোদিন সীমানার কাঁটাতারে।
এপারের বায়ু ওপারেতে বয় আপন খেয়ালে খেয়ালে-
বাধার প্রাচীরে ফিরে সে আসে না কাঁটাতার দেওয়া দেওয়ালে।

এপারের ফুল বিকশিত হলে ওপারেতে যায় জানা-
সৌরভ তার শোনে না কখনো ওই কাঁটাতার মানা।
চাঁদের জোছনা রবির কিরণ সমান দুপারে ঝরে-
ক্ষমতা কোথায়, তাকে কোনোদিন কাঁটাতার ভেদ করে!!

ওপারে আজান এপারেতে আসে মলয় সুবাস বেয়ে-
ঢাকের বাদ্যি ওপারেতে যায় আগমণী সুরে ধেয়ে।
"কাঁটাতার"! তুমি পেরেছো কি কভু কাহারেও বাধা দিতে?
পেরেছো শুধুই বিশ্বাস আর ভালোবাসা কেড়ে নিতে।

বদ্রীনাথ পাল
বাবিরডি, পুরুলিয়া
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন