মীরা মুখোপাধ্যায়ের দু’টি কবিতা

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৯, ২০২০ | দেখা হয়েছে: ৯৫০ বার
মীরা মুখোপাধ্যায়ের দু’টি কবিতা

ব্রেক আপ 

শুধু অন্ধকারই ছিল মুখোমুখি বসিবার
আলুলায়িত কিছু কথা

আমাদের  মধ্যে শুধু ফিরে যেতে হবে
এরকম ব্যস্ততা,দলা বাঁধা কষ্টপিন্ড
যেন তার মাতৃভাষা আমি ভুলে গেছি আমি 
এইসব...

তার নাম কি জানি কি,সম্ভাষণে কৌল কোন প্রথা
আদিম  আচার  কিছু....
ফেরার  সমস্ত পথই উষ্ণতায়  ভরে যে রেখেছে
আঙ্গুল  ছোঁয়ার ছলে
সে হারিয়ে যাবে ল্যাবিরিন্থের কোন আলো আঁধারিতে, ভাবতে কষ্ট  হয়।
আলুলায়িত কথাগুলি একটি  একটি করে
মিশে  যায় শূন্যতায়, ইথারমন্ডল থেকে দূরে।
জেগে ওঠে পুনরায় নৃত্যের  পরের স্টেপ
ওয়ান টু থ্রি  ফোর ওয়ান টু........

শূন্যতার কবিতা

একদিন সবকিছু শেষ হয়ে যায়, 
সব আলো নিভে  যায়, সমস্ত নির্মোক ঝরে পড়ে
শুধু এক শূন্যতা  কৃষ্ণ  গহ্বরের মতো  একা
তার রোগা হাত পেতে বসে  থাকে।

এমনকি যেসব মৃত্যু , রূঢ় প্রত্যাখ্যান অথবা
জ্যোৎস্নায় ভেসে যাওয়া দূরে  
তাও মনে হয় একে অন্য কোন জন্মের কাহিনী,
খুব ফিকে 

ঐ যে বললাম  রোগা হাত.....
কিছুই চাওয়ার নেই তবু পাতা 
হয়তো  অভ্যাসবশে।  
ধূসর  বাকলগুলো রোগা রোগা নিস্পৃহ  আঙুলে
হাওয়ায় ভাসিয়ে দেওয়া দূরে , দূরে  আরও দূরে 

মীরা মুখোপাধ্যায় । তেলিপুকুর, নদীয়া

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন