আগমনীর আগমন - তৃপ্তি ভট্টাচার্য্য

প্রকাশিত হয়েছে : জুলাই ২৩, ২০২১ | দেখা হয়েছে: ১২৬২ বার
আগমনীর আগমন - তৃপ্তি ভট্টাচার্য্য

শ্রাবনের ধারা হলো বুঝি সারা 
কৃষ্ণমেঘের ঘনঘটা আজ, 
ভূবন ছাড়া। 
নীলাম্বরে বিরাজে সূর্য। 
শরৎ মেঘের গরজনে যেন, 
বাজে রন-তুর্য। 
আকাশের কোলে মেঘের ভেলা।
রবি শশী সাথে লুকোচুরি খেলা।
ভরেছে পুকুর, ভরেছে নদী, 
শ্রাবণ-ধারার জলে। 
ফুটেছে পদ্ম, ফুটেছে শালুক, 
দলে দলে। 
কাশবনেরই আঙ্গিনাতে, 
পাগল হাওয়া ওঠে মেতে, 
শরৎ এলো বলে। 
মাঠে মাঠে ধানের শিষে। 
সোনালী রোদ আছে মিশে। 
ভোরের হাওয়ায় হিমের পরশ, 
শিশির ভেজা দূর্বাদল। 
রবির কিরণে ঝলমল। 
যেন সহস্র প্রদীপ মস্তকে রাখি 
করছে আয়োজন। 
দেবী দশভূজাকে করতে বরণ।

ঝরা শিউলির সুরভিতে, 
আকুল সবার মন। 
মনের আয়নায় ভেসে ওঠে, 
মহামায়ার আগমন। 

তৃপ্তি ভট্টাচার্য্য। কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন