আমার স্বপ্ন ও ক্ষণগুলো - মোহাম্মদ ইল্ইয়াছ

প্রকাশিত হয়েছে : অক্টোবর ৬, ২০২২ | দেখা হয়েছে: ৬০০ বার
আমার স্বপ্ন ও  ক্ষণগুলো  - মোহাম্মদ ইল্ইয়াছ

ই সক্কালে যদি সুয্যিমামা-
আঁধারের কুয়াশা নাশ করতো
পাখিরা উড়ে যেত দিগন্তে 
আমি তখন ভোরাই গাইতাম।

এই ভর দুপ্পুরে যদি আকাশে 
মেঘপরিরা অঝোরে কাঁদতো
গেন্দাফুল পাঁপড়ি মেলতো
আমি তখন পদাবলি পড়তাম।

এই সন্ধ্যায় যদি গোধূলি উড়তো
ব্রজনারীরা ফেরতো আপন কুলায়
জগডুমুরে বসতো ভোমরা অলি-
আমি তখন রবীন্দ্রনাথ আওড়াতাম। 

এই নিশুতিতে যদি উদয় হতো চাঁদ
এবং জোছনা ঝরতো অবিরহ
হাসতো ছোটফেনী নদীর জল
আমি তখন বেহুলা গীতির শরণ হতাম।

আমার এই স্বপ্ন কি পূরণ হবে ? 

মোহাম্মদ ইল্ইয়াছ 
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন