নিত্য ভোরের সূর্য উঠে - এস ডি সুব্রত

প্রকাশিত হয়েছে : জুন ২৬, ২০২১ | দেখা হয়েছে: ১০১০ বার
নিত্য ভোরের সূর্য উঠে - এস ডি সুব্রত

বিরাম  তৃষ্ণায় কাতর হয়ে
ডুবি তোমার স্বচ্ছ জলে
আশাটুক একেবারে শেষ হয়ে যায়নি বলে
এখনো লিখতে বসি সকল ভুলে
দূঃখটা শুরু থেকে শেষের
আজীবন বুকের ভেতর দেশলাই হয়ে জ্বলে যখন তখন ,
নিদারুণ বেদনা কাঁপায় তুমুল
নীল ঢেউয়ে ভাঙ্গে কেবলি  আমার দু কুল
দূঃসময়ের ঘেরাটোপে ভরা বৈরী কালের যাত্রায়
নিঃসঙ্গতার ললাট ছুঁয়ে স্বপ্নের চাঁদ ডুবে যায়,
তুমি আমি অনেক দূরে
ভাবনা গুলো খুব ই কাছের অসময়ে প্রেম বিরহের
সবকিছুর পরেও নিত্য ভোরের সোনালী সূর্য উঠে
তোমার অশরিরী প্রেমে।

এস ডি সুব্রত
সুনামগঞ্জ, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন