পরিচর্যা- জান্নাত মণি

প্রকাশিত হয়েছে : জুন ৩০, ২০২৪ | দেখা হয়েছে: ৪৫২ বার
পরিচর্যা-  জান্নাত মণি

ত ধর্ম মত, ততই পথ -
অস্তিত্বের প্রমাণ চাইবে যে
সে হবে বেঈমান। 
অনন্ত শাসন সীমা নেই চাওয়া পাওয়ার
প্রকৃতি বিরুদ্ধ সম্পর্ক তোমার আমার।
কে করবে বিচার, তুমি ভগবান?
রোগ ব্যাধি মহামারী অনাবৃষ্টি, শষ্য শ্যামল অনাবৃত
মাঠ প্রান্তর-
ঈশ্বর দাও তোমার হাত।
বদল করি ছদ্মবেশী সত্যের অভিযান।
যুগল দেবদারুর মাঝে আতশবাজির ঘ্রাণ
মহাপ্রলয় গর্জে ওঠো 
দেখি! 
কে করবে, কার সর্বনাশ।

জান্নাত মণি 
ঢাকা, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন