বেঁচে মরা - সিদ্ধেশ্বর হাটুই

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৫, ২০২১ | দেখা হয়েছে: ৯৭৭ বার
বেঁচে মরা - সিদ্ধেশ্বর হাটুই

দৃ্শ্য শিখার উত্তাপে লাখে লাখে পুড়ছে মানুষ
বুকচাপা কান্নাগুলো নিভৃতে প্রকাশিত হয়,
নির্জন রাত্রে একাকি অবস্থানে চোখে আসে বৃষ্টি
নেমে আসে পাশ বালিশ ভেজানো অশ্রুকনা।
দুঃখ-যন্ত্রনা-লাঞ্ছনায় পুড়ে খাক হয়ে যাওয়া বুকে
গুরু গুরু রবে ডাকে মেঘলা আকাশ- আঁধারেতে,
অব্যক্ত ব্যথা থেকে যায় পোড়া মনের অন্দরে।
সর্বক্ষণ তাদের লালিত করে বুকে জমে ভাষাহারা কান্না,
তারা অপেক্ষারত এক নির্জন স্থানের
সে ব্যথা বোঝার মনের মানুষ অতি স্বল্প।
যারা নামরেও বারে বারে মরে, তাদের কান্না
কর্ণগোচর হয়না বিনা শ্রবণে।
তুসের স্তুপের ন্যায় ধিরে ধিরে পুড়ে হয় ছাই।

সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন