তাথৈ প্রেমে - হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত হয়েছে : আগস্ট ৫, ২০২২ | দেখা হয়েছে: ৫৯২ বার
তাথৈ প্রেমে - হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়

প্রেমের শুরু এখান থেকে
বাইরে শ্রাবণ পাখির ডানায়-
পাতায় পাতায় নিপুণ সুখে
টিপটিপ জল ভরছে কানায় ...

প্রেমের শুরু সেই যে কবে 
জলের বিন্দু দোদুল শাখায়,
ঝাঁপ দিয়ে তার বর্ষাযাপন
নবাঙ্কুরের ভরসা জোগায় ... 

প্রেমের শুরু সেখান থেকে
আবছায়া মন নিগূঢ় আলো-
ভেষজ-সোঁদার সম্ভাষী জল
রঙধনু রঙ মুছবে কালো ...

প্রেমের শুরু যখনতখন
চোখ রাখো মন অতল গভীর-
শ্রান্তশহর আগুনগহর
ঝরণাতলায় হোক না অধীর ..

হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়
হুগলি, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন