মুক্তির মৃত্যু - শ্রী রাজীব দত্ত

প্রকাশিত হয়েছে : জুলাই ২৭, ২০২১ | দেখা হয়েছে: ১০৫০ বার
মুক্তির মৃত্যু - শ্রী রাজীব দত্ত

রীর ছেড়ে প্রাণ পাখি উড়ে গেছে
দেহটা কেবল এখন নিথর,
শরীরটা শীতল অনুভব বহিছে
পচনশীল দেহটাতে গন্ধময় আতর।
ধূপের গন্ধে পরিবেশে বহিছে শান্তি
স্বজনহারা কান্নায় ঘুমন্ত যখন আমি,
সহস্য বেদনার থেকে মুক্তি
এই অভাগার গায়ের চাদরটা তখন দামী।
এলোমেলো সব কান্নার শব্দ গুলো
বারবার আমাকে বিভোর করে তুলেছে
সমস্ত ক্রিয়া শেষ করে
চারটি ভরসার কাঁদে দেহখানি উঠেছে।
কোথাও যেন শীতল অনুভব 
আস্তে আস্তে কেটে গিয়ে
দাবানলের সৃষ্টি হল সারা শরীর জুড়ে,
চোখ মিলতেই দেখি 
চারিদিকে আগুনের লেলিহান শিখা, 
তখনই বুঝলাম
বন্ধুবান্ধব আপন স্বজন বিদায় নিয়েছে
চিতার আগুনে জ্বলছি আমি একা।

শ্রী রাজীব দত্ত। কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন